মর্মান্তিক দুর্ঘটনা উল্টোডাঙা উড়ালপুলে। শনিবার সকালে লেকটাউন থেকে বাইপাসের দিকে যাচ্ছিলেন এক বাইক আরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইক গিয়ে ধাক্কা মারে উড়ালপুলের গার্ডরেলে। গতি থাকায় ধাক্কা খেয়ে বাইক আরোহী ছিটকে পড়েন ব্রিজ থেকে নিচে। সঙ্গে সঙ্গেই পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। কিন্তু ডাক্তাররা জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে জানানো হয়েছে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ। এর পর ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করে মানিকতলা থানার পুলিশ। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করছে পুলিশ।