Navjot Singh Sidhu-র জেলের দিনলিপি

আদালতের কাছে সময় চাইলেও পর দিন গিয়েই আত্মসমর্পণ করলেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)। সাজা ঘোষণা আগেই হয়েছিল। সেই মতো আত্মসমর্পণ করতেই হেফাজতে নেওয়া হল তাঁকে। তাঁর জায়গা হয়েছে পঞ্জাবের পাতিয়ালা জেলের ৭ নম্বর ব্যারাকের ২৪১৩৮৩ নম্বর জেলে। তিন দশক আগের একটি ঘটনায় সাজা দেওয়া হল কংগ্রেস লিডার তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে। কেমন কাটবে সিধুর জেলের দিন-রাত—

সকাল ৭টায় চায়ের সঙ্গে বিস্কুট অথবা কালো ছোলা


সকাল ৮.৩০-তে ব্রাঞ্চ। ব্রাঞ্চে থাকবে ৬টি রুটির সঙ্গে ডাল অথবা সবজি

তার পর কাজ করতে যেতে হবে বন্দিদের। কাজ করে দিনে পাওয়া যাবে ৩০-৯০ টাকা।  তবে প্রথম তিন মাস কাজ শেখার পালা

বিকেল ৫.৩০ মিনিটে শেষ হবে রুটিন কাজের পর্ব

সন্ধে ৬টায় রাতের খাবার। যাতে থাকবে ৬টি রুটি, সঙ্গে ডাল অথবা সবজি