বিক্ষোভের কারণ অপরিষ্কার ট্রেন সঙ্গে জায়গা দখল। এমনই সব অভিযোগ নিয়ে লাইনের উপর বসে পড়লেন একদল নিত্যযাত্রী। যার জেরে আটকে গেল শিয়ালদহ-লালগোলা শাখার ট্রেন চলাচল। ভড়া অফিসের দিনে আবারও ভোগান্তির শিকার হতে হল সেই নিত্যযাত্রীদেরই। ঘটনার সূত্রপাত সকাল সাড়ে ৮টা। ৬.৩০টার লালগোলা এক্সপ্রেস রানাঘাট স্টেশনে ঢুকতেই শুরু হয় বিক্ষোভ। তার আগে যান্ত্রিক সমস্যার কারণে ট্রেনটি বেশ খানিকটা লেটও করে। দু’ঘণ্টা পর্যন্ত চলে এই অবরোধ। এই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তবে ট্রেন পরিষ্কার রাখার কী সুরাহা রেল কর্তৃপক্ষ বের করবে সেটাই এখন বড় প্রশ্ন।