হাসপাতাল থেকে উধাও কুখ্যাত আসামী

পুলিশি হফাজতেই ভর্তি ছিল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোড়দার। কিন্তু সেই নিরাপত্তার চোখে ধুলো দিয়েই হাসাপাতাল থেকে চম্পট দিল সেই কুখ্যাত আসামী। যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। একজনের নিরাপত্তায় নিয়োগ করা হয়েছিল ৮ জনকে। তার পরও কী ভাবে পালিয়ে গেল সে তা নিয়ে উঠছে প্রশ্ন। জানুয়ারিতে বেলেঘাটায় হওয়া বড় ডাকাতির ঘটনার মূল পাণ্ডা ছিল এই রাজকুমার রাই। ডাকাতির পর নেপালে পালিয়ে গেলেও সব ঠান্ডা হয়েছে ভেবে কলকাতায় ফিরতেউ পুলিশের জালে ধরা পড়ে যায়। আদালতে তোলা হলে জেল হেফাজত হয়। বন্দি ছিল প্রেসিডেন্সি জেলে। এর জেলে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়ায় তাকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখান থেকেই চম্পট দেয় সে। শুরু হয়েছে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি ফুটেজও।