ভবানীপুরের ফ্ল্যাটে উদ্ধার গুজরাটি দম্পতির দেহ

ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের একটি ফ্ল্যাট থেকে এক গুজরাটি দম্পতির দেহ উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যায় ওই দম্পত্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের নাম অশোক শাহ এবং তাঁর স্ত্রী রেশমি শাহ। তাঁদের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তাঁদের দু’জনকেই খুন করা হয়েছে।