কিয়ারা-সিদ্ধার্থ এখন স্বামী-স্ত্রী

প্রাথমিকভাবে জানা গিয়েছিল কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মালহোত্রায় বিয়ের আসর বসতে চলেছে ৬ ফেব্রুয়ারি। কিন্তু একদিন আগেই জানা যায় ছয়ে নয় বিয়ে হবে সাতে। সেই মতো ৭ ফেব্রুয়ারির সন্ধেয় চারহাত রীতি মেনে এক হয়ে গেল। তার বেশ কয়েকদিন আগে থেকেই সাজছিল জয়সলমীরের সূর্যগড় দূর্গ। সেখানেই চার দিন ধরে চলল বলিউডের বিখ্যাত কাপলের বিয়ে পর্ব। পরিবারের বিশেষ মানুষরা ছাড়াও বিয়েতে হাজির হয়েছিলেন বলিউডের খ্যাতনামীদের অনেকেই। তার মধ্যে যেমন ছিলেন করণ জোহর তেমনই ছিলে জুহি চাওলা। গোলাপি ল্যাহেঙ্গায় সেজেছিলেন কিয়ারা। সিদ্ধার্থের গায়ে ছিল ঘিয়ে রঙের শেরওয়ানি। দু’জনকে পাশাপাশি সব সময়ই গ্রহন করেছেন ফ্যানরা। বিয়ের সাজে যেন একে অপরের পরিপূরক হয়ে উঠলেন।