মুহূর্তেই বদলে গেল সব কিছু। কিছুদিন আগেই জানা গিয়েছিল বিয়ে করেছেন রাখি ও আদিল। হাসি হাসি মুখে ছবিও দেখা যাচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। তার কিছুদিন পর থেকেই স্বামী আদিল খানের বিরুদ্ধে অভিযোগ আনতে শুরু করেন রাখি। তাঁকে মারধোর, বিবাহ বহির্ভূত সম্পর্কসহ একগুচ্ছ অভিযোগ ছিল আদিলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানান রাখি। মঙ্গলবারই আদিলকে আটক করেছিল পুলিশ। বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, থানার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জ্ঞ্যান হারান রাখি। সেই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।