সনু নিগমের অনুষ্ঠানে হামলা

মুম্বইয়ে গায়ক সনু নিগমের উপর হামলা ঘটনা ঘটল। সোমবার চেম্বুরে মিউজিক ফেস্টিভ্যালে গান গেয়ে মঞ্চ থেকে নামার সময় তাঁর উপর হামলা চালায় কয়েকজন। জানা গিয়েছে সেই হামলার নেতৃত্বে ছিলেন সাংসদ প্রকাশ ফাতেরকারের ছেলে স্বপ্নিল। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন স্বয়ং সনু নিগম। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে রাত ১১টা নাগাগ। যখন অনুষ্ঠান শেষ করে মঞ্চ থেকে নামছিলেন সনু। তখন পিছন থেকে কেউ তাঁকে টেনে ধরে। সনু সঙ্গে থাকা দু’জন সনুকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়। যার ফলে আহত হন সেই তিনি। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।