দিল্লির মেয়র শেলি ওবেরয়

দিল্লি পুরসভার নির্বাচন নিয়ে প্রথম থেকেই টান টান উত্তেজনা ছিল। এর আগে বিজেপির সঙ্গে টানাপড়েনে তিনবার বাতিল হয়েছে মেয়র নির্বাচন। শেষ পর্যন্ত নির্বাচন হল এবং মেয়র পদ জিতে নিল আম আদমি পার্টির প্রতিনিধি। বুধবার নিবার্চনের ফল সামনে আসতেই সব পরিষ্কার হয়ে যায়। দিল্লির মেয়র নির্বাচিত হলেন শেলি ওবেরয়। তিনি ৩৪ ভোটে হারালেন বিজেপির প্রার্থী রেখা গুপ্তাকে। শেলি মোট ভোট পেলেন ১৫০টি। অন্যদিকে রেখার ভোটের সংখ্যা ১১৬। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুভেচ্ছা জানিয়েছেন নতুন মেয়রকে।