দেশ জুড়েই বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। এদিন তা তিন হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বুধবার শুধু দিল্লিতেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৩০০ জন। যার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের উদ্দেশে। বৃহস্পতিবার দিল্লি সরকারের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, যাতে রাস্তায় বেরলে সবাই মাস্ক পরেন এবং যাঁদের উপসর্গ রয়েছে তাঁদের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। এদিন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জরুরী বৈঠকের পর এই বার্তা দেন। গত বছর ৩১ অগস্টের পর এই প্রথম আবার এতজন এক সঙ্গে রাজধানীতে কোভিডে আক্রান্ত হলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও বিষয়টির দিকে নজর রেখেছেন।