রবিবার সীমান্তরক্ষী বাহিনীর কনস্টেবল (জিডি) দীপক চিমঙ্গাখামকে শ্রদ্ধা জানানো হল, যিনি শনিবার জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি গোলাগুলিতে শহীদ হন। “জাতির সেবায় বিএসএফ, ব্রেভহার্ট কনস্টেবল (জিডি) দীপক চিমঙ্গাখামের সর্বোচ্চ আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই; ১০ মে ২০২৫-এ জম্মু জেলার আরএস পুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে আন্তঃসীমান্ত গুলিবর্ষণের সময় তিনি মারাত্মক আহত হন এবং ১১ মে ২০২৫-এ শহীদ হন,” বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে।
এছাড়া জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা রবিবার রাইফেলম্যান সুনীল কুমারের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন, যিনি ১০ মে জম্মুর আরএস পুরা সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাগুলিতে কর্তব্যরত অবস্থায় প্রাণ দিয়েছিলেন।