প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে দলে নিয়ে উত্তরবঙ্গে জোড় বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ছেড়ে বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন তিনি। তিনি ছাড়াও আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালও দল বদল করেছেন। পুরনো দল ছেড়ে নতুন দলে যোগ দিয়েই তাঁর যাবতীয় ক্ষোভ উগড়ে দেন তিনি। তার সব থেকে বড় ক্ষোভ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এবার সেই বার্লাকে দলে নিয়েই উত্তবঙ্গের চা বাগানের রাশ নিজেদের হাতে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস।