বাগাবাজার এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলে অজ্ঞ্যাত পরিচয় এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শনিবার সকালে সেই বাড়ির কেয়ারটেকার এসে প্রথম এই দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন প্রমোটারকে। খবর যায় স্থানীয় শ্যামপুকুর থানায়। পুলিশ দেহ উদ্ধার করে তদন্তে নেমেছে। তবে কীভাবে এই ব্যক্তি এখানে এলেন, নাকি তাঁকে কেউ খুন করে এখানে নিয়ে এসে জ্বালিয়ে দিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও সেই ব্যক্তির কোনও পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, সকাল থেকেই এলাকায় পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলেন অনেকেই। কেউ কেই আবার এও জানিয়েছেন, যখন দেহটি এলাকার লোকেরা দেখেন তখনও টাটকা আগুন দেখা গিয়েছে। সব মিলে রীতিমতো ধন্দে এলাকার লোকজন।