রবিবার সকালে হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বছরের এক শিশু এবং বেশ কয়েকজন মহিলাসহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত না হলেও, মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে। দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৬.৩০ নাগাদ তারা ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। দমকলের ১১টি ইঞ্জিন আগুন নেভাতে সক্ষম হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি গুলজার হাউস এলাকায় তাদের দোকানের উপরে থাকত।