শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করা জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়াকে রবিবার ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয়। গত বছরের জুলাই মাসে হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় হত্যার চেষ্টা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। প্রথম আলো পত্রিকার খবরে বলা হয়েছে, আজ রবিবার থাইল্যান্ডে যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপয়েন্ট থেকে ৩১ বছর বয়সী এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়।