পাক সেনার হাত থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন পূর্ণম সাউ

শেষ পর্যন্ত ঘরে ফিরলেন পাকিস্তান সেনার হাতে বন্দি থাকা ভারতীয় বিএসএফ জওয়াল পূর্ণম সাউ। ঘরে ফিরে নায়কের স্বাগত পেলেন তিনি। তিন সপ্তাহ ভয়ঙ্কর উত্তেজনার মধ্যে কেটেছে পূর্ণমের পরিবারের। শুক্রবার তাঁকে গিরে হাওড়া স্টেশনে ছিল উৎসবের আবহ।  স্টেশনে তখন ছেলের অপেক্ষায় অধীর আগ্রহে দাঁড়িয়ে পূর্ণমের বাবা। ছেলেকে বুকে জড়িয়েই যেন শান্তি পেলেন শেষ পর্যন্ত। সেখান থেকে রিষড়ার বাড়ি। হুডখোলা গাড়িতে তাঁকে ঘিরে পুরো এলাকায় ছিল সাজ সাজ রব। মাঝে মাঝে শোনা গেল ‘ভারত মা কী জয়’ ধ্বনি। গত ২৩ এপ্রিল ভুল করে পাকিস্তানে ঢুকে পড়ার পর বন্দি করা হয় তাঁকে। দুই দেশের মধ্যে দীর্ঘ কথপোকথনের পর শেষ পর্যন্ত ছাড়া হয় তাঁকে। গত বুধবার দেশে ফেরেন তিনই তবে বাড়ি ফেরা হয়নি সঙ্গে সঙ্গে।