গত এক সপ্তাহে দেশে কোভিড আক্রান্ত হাজার ছাড়িয়েছে

গত এক সপ্তাহে ভারতে ৭৫২ জন নতুন কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, যার ফলে সংক্রমণের সংখ্যা বেড়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। গত এক সপ্তাহে কেরালা, মহারাষ্ট্র এবং দিল্লিতে সবচেয়ে বেশি নতুন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। কেরালায় ৩৩৫ জন নতুন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, যার ফলে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৩০ জনে দাঁড়িয়েছে, যেখানে মহারাষ্ট্র এবং দিল্লিতে যথাক্রমে ১৫৩ এবং ৯৯ জন নতুন আক্রান্তের খবর রয়েছে। সোমবার (২৬ মে) সকালে সরকার কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, মহারাষ্ট্র এবং দিল্লিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন যথাক্রমে ২০৯ এবং ১০৪ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আরও বেশ কয়েকজনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাস। নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হওয়ায় এই মুহূর্তে রাজ্যে মোট কোভিড রোগীর সংখ্যা ১১। তাঁরা সকলেই সরকারি, বেসরকারি হাসপাতালে ভর্তি।