পূর্বাভাস ছিলই, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি। সেই মতো সকাল থেকেই ছিল আকাশের নুখ ভার। বেলা বাড়তেই তা বৃষ্টির আকাড় নেয়। দুপুর সাড়ে ১১টার পর থেকে কিছু কিছু জায়গায় শুরু হয় প্রবল বৃষ্টি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। যার ফলে বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতি ও শুক্রবার বাড়বে। এই দু’দিন দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ঝন, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গেও। এই মরসুমে প্রায় ১৫ দিন আগেই বর্ষা ঢুকে পড়েছে কেরলে। আগাম বর্ষা ঢুকবে বঙ্গেও। যা পূর্বাভাস আগামী দু’দিনেই বর্ষা ঢুকে যাবে বঙ্গে। বিশেষ করে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের যে সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেগুলির মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।