একদিন আগেই পঞ্চকুলার ঘটনায় শিউড়ে উঠেছিল পুরো দেশ। সেই ঘটনারই ছায়া দেখা গেল চন্দননগরে। পুলিশ জানিয়েছে, তাদের কাছে বুধবার এই খবর আসে বুধবার গভীর রাতে। সেখানে বলা হয় একই পরিবারে তিন জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘরের ভিতর থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করে। তাঁদের মধ্যে গৃহকর্তা বাবলু ঘোষের বয়স ৬১, তাঁর স্ত্রী প্রতিমা ঘোষের বয়স ৪৬ এবং তাঁদের ১৩ বছরের কন্যা সন্তান পৌষালি ঘোষ। সেখান থেকে মধ্য রাতে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। সব ক্ষেত্রেই দেখা গিয়েছে এই ধরনের মৃত্যুর পিছনে রয়েছে ঋণ। স্থানীয়রা জানিয়েছেন, বাজারে লক্ষাধিক টাকার ঋণ ছিল এই ব্যক্তির। টাকার অভাবে তা শোধ করে উঠতে পারছিলেন না। শেষ পর্যন্ত স্ত্রী ও কন্যাকে শাবল দিয়ে মাথায় আঘাত করে খুন করেন বাবলু। পরে নিজে আত্মঘাতী হন।