সোপিয়ানে গ্রেফতার দুই লস্কর জঙ্গি

দুই লস্কর জঙ্গি জম্মু-কাশ্মীরের সোপিয়ানের বাসকুচান সাহিব এলাকায় ঘোরাফেরা করছিল দুই লস্কর জঙ্গি। হয়তো লক্ষ্য ছিল আত্মগোপন করার। কিন্তু সেই খবর স্থানীয় সূত্রে পেয়ে যায় বাহিনী। খবর পেয়ে দু’জনকে ঘিরে ফেরে বাহিনী। শেষ পর্যন্ত জঙ্গিরা আত্মসমর্পণ করতে বাধ্য হন। তাদের কাছ থেকে একে ৫৬ রাইফেল, কার্তুজ, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তারা কেন ওই এলাকায় ঘোরাফেরা করছিল, কী লক্ষ্য ছিল তাদের সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। কোনও নাশকতার ছক ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তাদের দলের আরও কেউ কাশ্মীরের কোনও এলাকায় লুকিয়ে রয়েছে কিনা সেটাও তাদের থেকে বের করার চেষ্টা করা হচ্ছে। পহেলগাঁও কাণ্ডের পর থেকে কাশ্মীর জুড়ে জঙ্গি দমনে তৎপড়তা অনেক বেড়েছে।