সিকিমে পর্যটক বোঝাই গাড়ি পড়ল নদীতে

বেশিদিন আগের কথা নয়, সিকিম সরকারের পক্ষ থেকেই পর্যটকদের উত্তর সিকিমে না যাওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু কে শোনে কার কথা। বৃহস্পতিবার অন্ধকার নেমে যাওয়ার পর সেই উত্তর সিকিমেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ১১ জনকে নিয়ে গাড়িটি হাজার ফুট নিচে তিস্তায় পড়ে যায়। রাতেই উদ্ধার কাজ শুরু হয় তবে আবহাওয়ার কারণে তা বার বার বাধাপ্রাপ্ত হয়। তাঁর মধ্যেই আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে গ্যাংটকের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। ১১ জনের মধ্যে পশ্চিমবঙ্গ, ত্রিপূরা ও ওড়িশার পর্যটক ছিল।