দক্ষিণবঙ্গে দেখা দিয়েই উধাও বৃষ্টি, ভাসছে উত্তর

বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমেছিল ঠিকই কিন্তু নিম্নচাপ কাটতেই উধাও বৃষ্টিও। যার ফলে শনিবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে কলকাতা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায়। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা পাঁচ ডিগ্রির মতো বাড়বে। যদিও এদিন সকাল থেকেই আকাশে কখনও মেঘ, কখনও রোদ দেখা যাচ্ছে। হালকা বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। তবে দক্ষিণবঙ্গে পুরোপুরি বর্ষা প্রবেশ করতে আরও কিছুটা সময় লাগবে। অন্যদিকে ভাসছে উত্তরবঙ্গ। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় রাস্তা বন্ধ। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।