ভূমিধস ও আকস্মিক বন্যায় উত্তর-পূর্ব ভারতে কমপক্ষে ৩০ জনের মৃত্যু

গত দুই দিনে ভূমিধস ও আকস্মিক বন্যায় উত্তর-পূর্ব ভারতে কমপক্ষে ৩০ জন মারা গেছেন। আজ, ভূমিধস ও আকস্মিক বন্যায় এই অঞ্চলজুড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। অসম, অরুণাচল, মেঘালয়, মণিপুর এবং মিজোরামে ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অসমের ১২টি জেলায় কমপক্ষে ৬০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অসমে পাঁচজনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে নয়জন মারা গেছেন। অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় ভূমিধসের পর একটি গাড়ি রাস্তা থেকে ভেসে যাওয়ার পর দু’টি পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে।