মেঘালয়ে হানিমুন করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার

সোমবার মধ্যপ্রদেশের ইন্দোরের এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছে, যিনি সম্প্রতি মেঘালয়ে তাঁর স্ত্রীর সঙ্গে হানিমুনে গিয়ে নিখোঁজ ছিলেন, ইন্দোরের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। রাজা রঘুবংশী এবং তাঁর স্ত্রী সোনম ২৩ মে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার সোহরা (যা চেরাপুঞ্জি নামেও পরিচিত) থেকে নিখোঁজ হন। “মেঘালয় পুলিশ সোমবার একটি মৃতদেহ উদ্ধার করে, যাকে রাজা রঘুবংশীর ভাই বিপিন রঘুবংশী শনাক্ত করেছেন। মৃত্যুর সময় এবং অন্যান্য বিবরণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে। সোনম রঘুবংশীর বিষয়ে পুলিশ এখনও কোনও সূত্র পায়নি,” ইন্দোরের ডেপুটি কমিশনার (অপরাধ প্রতিরোধ শাখা) রাজেশ কুমার ত্রিপাঠী পিটিআইকে জানিয়েছেন। পরিবারের তরফে জানানো হয়েছে যে ১১ মে রাজা ও সোনমের বিয়ে হয়েছিল এবং ২০ মে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।