আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্থ বিমানের একজন যাত্রী বেঁচে গেলেন

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে। এটি ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলির মধ্যে একটি। লন্ডনগামী বিমানটিতে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। ১১-এ আসনের যাত্রী বেঁচে গিয়েছেন বলে জানানো হয়েছে। তিনিই একমাত্র জীবিত যাত্রী ওই বিমানের বলেই ধরে নেওয়া হচ্ছে। বিমানটি একটি মেডিকেল কলেজের ডাক্তারদের হোস্টেল বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা খায়, এতে পাঁচজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, সেই সময় তাঁরা দুপুরের খাবার খাচ্ছিলেন। বিমান ওড়ার কিছুক্ষণ পরেই পাইলট মেডে কল করেন। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বারবার যোগাযোগ চেষ্টা করা হলে তা ব্যর্থ হয়, কারণ ততক্ষণে বিমান দুর্ঘটনা ঘটে গিয়েছে। আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক রুটে চলাচলকারী ফ্লাইট নং AI 171-এ ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।