করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর প্রয়াত

বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং বিশিষ্ট পোলো খেলোয়াড় সঞ্জয় কাপুর বৃহস্পতিবার ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বলেই খবর। তাঁর ঘনিষ্ঠ সূত্র অনুসারে, বৃহস্পতিবার ইংল্যান্ডের গার্ডস পোলো ক্লাবে পোলো খেলছিলেন তিনি। সেই সময় তাঁর দমের সমস্যা দেখা দেয়। খেলা বন্ধ করার অনুরোধ করেন এবং তারপর মাঠ থেকে বেরিয়ে যান। এরপরই তাঁর মৃত্যু হয়, জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। কাপুর একজন বিশিষ্ট ভারতীয় শিল্পপতি এবং তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী ছিলেন, তাঁদের দুই সন্তান, মেয়ে সামাইরা এবং ছেলে কিয়ান। পরে তিনি প্রিয়া সচদেবকে বিয়ে করেন, তাঁদেরও একটি পুত্র সন্তান রয়েছে।