সক্রিয় আগ্নেয়গিরিতে পড়ে গেলেন এক ট্যুরিস্ট

ইন্দোনেশিয়ার একটি সক্রিয় আগ্নেয়গিরির ভেতরে আটকে পড়েছেন ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান এক মহিলা ট্যুরিস। সপ্তাহান্তে মাউন্ট রিনজানির কাছে গর্তে পড়ে গিয়েছিলেন তিনি। বিবিসির খবর অনুযায়ী, ২৬ বছর বয়সী জুলিয়ানা মেরিনস নামে ওই ট্যুরিস্ট শনিবার সন্ধ্যায় একটি দলের সঙ্গে হাইকিং করার সময় নিখোঁজ হয়ে যান। ব্রাজিলিয়ান প্রশাসন জানিয়েছে যে, তিনি আগ্নেয়গিরির গর্তের পাশ দিয়ে ঘিরে থাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যান  আবহাওয়া খারাপ থাকার কারণে দৃশ্যমানতার অভাব ছিল। এখনও পর্যন্ত অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, খাড়া পাহাড় এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে উদ্ধারকার্যে এখনও পর্যন্ত সাফল্য আসেনি।