‘ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যু দণ্ডে ভারতের বিশেষ কিছু করার নেই’

সোমবার সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ঠেকাতে ভারত আর বেশি কিছু করতে পারবে না। কেরালার নার্স নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাকে ইয়েমেনে একজনকে খুনের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যে তাঁকে বিরক্ত করত। অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি বলেছেন। ‘সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল’-এর আইনজীবীও হতাশা প্রকাশ করেছেন, তাঁরা এদিন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতাকে বলেছেন, “একমাত্র উপায় হল যদি ইয়েমেনি ব্যক্তির পরিবার আর্থিক ক্ষতিপূরণ গ্রহণ করতে রাজি হয়।” ইয়েমেনি ব্যক্তির পরিবারকে ১ মিলিয়ন ডলার বা ৮.৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তা গ্রহণ করা হয়নি। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে পরিবার “সম্মানের প্রশ্ন” বলে অর্থ প্রত্যাখ্যান করেছে। মিসেস প্রিয়ার মৃত্যুদণ্ড ১৬ জুলাই অর্থাৎ বুধবার কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে এদিন অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেছিলেন যে সরকার “একটি অত্যন্ত জটিল মামলা”-তে যথাসাধ্য চেষ্টা করেছে ভারত সরকারের করার মতো খুব বেশি কিছু নেই,” তিনি বলেন।