কেরালার নার্সকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা হিসেবে ইয়েমেনে চলছে তীব্র আলোচনা, যার ফলে নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ তাঁকে হেনস্তা করা এক ব্যক্তিকে হত্যা করার জন্য মৃত্যুদণ্ড দিয়েছে। মিসেস প্রিয়ার মৃত্যুদণ্ড বুধবার নির্ধারিত ছিল, ভারত সরকার গতকাল জানিয়েছে যে তারা মৃত্যুদণ্ড বন্ধ করার জন্য তার সীমার মধ্যে সবকিছু করেছে।সরকার মৃতের পরিবারকে অন্তত আগামীকালের জন্য মৃত্যুদণ্ড স্থগিত রাখতে রাজি করাতে সফল হয়েছে, এমনটাই জানা গিয়েছে। যার ফলে ফাঁসির ঠিক ২৪ ঘণ্টা আগে তা স্থগিত রাখার কথা ঘোষণা করা হল। তবে এর অর্থ এই নয় যে মিসেস প্রিয়াকে মুক্তি দেওয়া হবে বা ভারতে ফেরত পাঠানো হবে। তিনি বর্তমানে ইয়েমেনের হুথি-অধিষ্ঠিত রাজধানী সানায় রয়েছেন। হুথি বিদ্রোহীদের সঙ্গে ভারতের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই।