রবিবার হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে ছয়জন নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে বলেছেন, “হরিদ্বারের মনসা দেবী মন্দিরে বিপুল সংখ্যক ভিড় জমায়েত হওয়ার পর হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনার বিস্তারিত বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে”। ভক্তদের ভিড়ের মধ্যে ঘটনাটি ঘটে, যার ফলে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পদপিষ্ট হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও প্রশাসনিক দল ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। কর্তৃপক্ষ হতাহতদের সনাক্তকরণ এবং সন্দেহভাজন বিদ্যুৎস্পৃষ্টের কারণ খতিয়ে দেখছে। আহতদের মধ্যে পাঁচজনকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) এ স্থানান্তরিত করা হয়েছে।