অপারেশন মহাদেবের অধীনে শ্রীনগরে এক এনকাউন্টারে নিহত তিন পাকিস্তানি সন্ত্রাসীর মধ্যে পহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারীও ছিলেন বলে সূত্রের দাবি। শীর্ষ লস্কর কমান্ডার সুলেমান শাহ ওরফে মুসা ফৌজি এই হামলার ষড়যন্ত্রকারী এবং বাস্তবায়নকারী ছিলেন, যার ফলে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। গত বছর শ্রীনগর-সোনমার্গ হাইওয়েতে জেড-মোর টানেল নির্মাণের সঙ্গে জড়িত সাতজনকে হত্যার সাথেও মুসা জড়িত ছিল। সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। সন্ত্রাসীদের আস্তানা থেকে প্রায় ১৭টি গ্রেনেড, একটি এম৪ কার্বাইন এবং দু’টি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। সশস্ত্র বাহিনী তিনজন বিদেশী সন্ত্রাসীর উপস্থিতির তথ্য পাওয়ার পর শ্রীনগরের মাউন্ট মহাদেবের কাছে দাচিগাম এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। সূত্র জানিয়েছে, অভিযানটি জাবারওয়ান এবং মহাদেব পাহাড়ের মাঝখানে হওয়ার কারণে সম্ভবত মহাদেব নামকরণ করা হয়েছিল।