এক মর্মান্তিক ঘটনায়, হায়দরাবাদের নাগোলে স্টেডিয়ামে ব্যাডমিন্টন খেলার সময় ২৫ বছর বয়সী এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। গুন্ডলা রাকেশ নামে ওই ব্যক্তি হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। তিনি খাম্মাম জেলার তাল্লাদার প্রাক্তন ডেপুটি সরপঞ্চ গুন্ডলা ভেঙ্কটেশ্বরলুর ছেলে। ভাইরাল হওয়া ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রবিবার রাত ৮:০০ টার দিকে রাকেশ নাগোলে স্টেডিয়ামে একটি ডাবলস ব্যাডমিন্টন ম্যাচে অংশ নিচ্ছেন। শাটলককটি কোর্ট থেকে ঝুঁকে তুলতে গিয়ে তিনি হঠাৎ কোর্টে পড়ে যান। তাঁর সঙ্গীরা সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে যান, একজনকে তাঁকে সুস্থ করার চেষ্টা করতে বুকে পাম্প করতেও দেখা যায়। এর পর রাকেশকে কাছের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও তাঁকে “মৃত” ঘোষণা করা হয়।