হরিয়ানার সোনিপতে স্বামীকে হত্যার ষড়যন্ত্র ও খুন করে তাঁর মৃতদেহ একটি ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগে দিল্লি পুলিশ এক মহিলা এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে। অভিযুক্তদের নাম সোনিয়া (৩৪), দিল্লির আলিপুরের বাসিন্দা এবং তার ২৮ বছর বয়সী প্রেমিক রোহিত, যিনি সোনিপতের বাসিন্দা, স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে। মামলার আরেক অভিযুক্ত বিজয় পলাতক রয়েছে। প্রেমের সম্পর্ক, সেই সঙ্গে অত্যাচার এবং অপরাধমূলক আচরণের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তিনি জানা গিয়েছে। হরিয়ানার সোনিপতের থানা গন্নৌরে মামলা দায়েরের এক বছর পর, ক্রাইম ব্রাঞ্চ সোনিয়া (৩৪) এবং তার প্রেমিক রোহিতকে তার স্বামী প্রীতম প্রকাশকে হত্যার ষড়যন্ত্র এবং মৃতদেহ ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে।