প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

রাজ্যসভার সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা শিবু সোরেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৮১ বছর বয়সে। তিনি এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গত কয়েকদিন ধরে তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। সোরেনের ছেলে এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সোশ্যাল মিডিয়ায় তাঁর বাবার মৃত্যুর খবর জানান। “প্রিয় দিশম গুরুজি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ আমি সবকিছু হারিয়েছি,” তিনি বলেন। হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে যে শিবু সোরেনকে ১৯ জুন ভর্তি করা হয়েছিল এবং নেফ্রোলজির সিনিয়র কনসালটেন্ট ডাঃ এ.কে. ভাল্লার তত্ত্বাবধানে ছিলেন। “আমাদের চিকিৎসা দলের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, মিঃ শিবু সোরেন ৪ অগস্ট, ২০২৫-এ তাঁর পরিবারের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একজন অত্যন্ত জনপ্রিয় গণনেতার মৃত্যু এবং শোকের এই মুহূর্তে আমরা তাঁর পরিবার, তাঁর প্রিয়জন এবং ঝাড়খণ্ডের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাই,” তিনি বলেন। চার দশকের রাজনৈতিক ক্যারিয়ারে সোরেন আটবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন এবং দু’বার রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন।