সোমবার মধ্যপ্রদেশের একটি ঘটনা পুরো দেশকে হতবাক করে দিয়েছে। যেখানে ১৮ বছর বয়সী এক ছাত্র তার প্রাক্তন স্কুলের ২৬ বছর বয়সী এক অতিথি শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নরসিংহপুর জেলার কোতোয়ালি থানা এলাকার এক্সিলেন্স স্কুলের (উৎকৃষ্ট বিদ্যালয়) প্রাক্তন ছাত্র সূর্যাংশ কোচার নামে অভিযুক্ত শিক্ষকের তার বিরুদ্ধে করা অভিযোগের পর ব্যক্তিগত ক্ষোভের জেরে এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশের মতে, ঘটনাটি ঘটে বিকেল ৩:৩০ নাগাদ, যখন অভিযুক্ত ব্যক্তি পেট্রোল ভর্তি বোতল নিয়ে শিক্ষকের বাড়িতে যায়। কোনও সুযোগ না দিয়ে, সে তার উপর দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
১০-১৫ শতাংশ পুড়ে যাওয়া শিক্ষিকাকেসঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে ভর্তি করা হয় যেখানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে পোড়া গুরুতর হলেও প্রাণঘাতী নয়।