এবার কলকাতায় বাংলাদেশি তকমা দিয়ে মার ছাত্রদের

ঘটনা বুধবার রাতের। জায়গা শিয়ালদহ চত্তরের ফ্লাইওভারের নিচে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের ছাত্র তাঁরা। এদিন রাতে হস্টেলের এক ছাত্র সেখানে যান মোবাইলের কিছু সরঞ্জাম কিনতে। বচসার শুরু সেখানেই। দোকানদারের সঙ্গে কোনও বিষয় নিয়ে কথাকাটাকাটি হওয়ার পর সেই ছাত্র হস্টেলে ফিরে এসে আরও তিন বন্ধুকে সঙ্গে করে নিয়ে যান। তখন পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা চরাও হয় ওই ছাত্রদের উপর। সেই ব্যবসায়ীদের অনেকেই বাঙালি নন। তারা সেই ছাত্রদের বাংলাদেশি তকমা দিয়ে বেধরক মারধোর করে। তাতে গুরুতর জখম হন সেই ছাত্ররা। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে রাতেই মুচিপাড়া থানায় তাঁরা অভিযোগ জানায়। গত কয়েকমাস ধরে ভিনরাজ্যে বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে বার বার অত্যাচার করা হয়েছে, এমনকি বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার গটনা খোদ কলকাতা শহরেই।