কলকাতায় দুর্যোগ চলবে আরও তিনদি‌ন

গত কয়েকদিন ধরে হঠাৎ হঠাৎ করেই বৃষ্টি হচ্ছে শহর ও শহরতলীর বিভিন্ন অংশে। বুধবারও দুপুরের দিকে প্রবল বৃষ্টি শুরু হয়। তবে তা সন্ধের পর থেমেও যায়। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দেখেই মনে হচ্ছে যে কোনও সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। কোনও কোনও অংশ বৃষ্টি কখনও মেঘলা, কখনও বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতি আপাতত চলবে আগামী তিনদিন। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে জেলাগুলিতে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও এই একইরকম আবহাওয়া থাকবে কয়েকদিন। কলকাতায় শনিবার পর্যন্ত এই আবহাওয়া থাকার পূর্বাভাস থাকলেও অন্যান্য জায়গায় তা আরও কয়েকদিন বেশি থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে গভীর সমুদ্রে যাওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি হয়েছে।