এখনও জলের তলায় মুম্বই, তবে দেখা দিয়েছে রোদ

গত কয়েকদিনে টানা বৃষ্টিতে রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বানিজ্যনগরীতে। চারদিকে শুধু জল থই থই অবস্থা। ডুবে গিয়েছে রাতা জাগা শহর। তবে বুধবার রাতের পর থেকে আর প্রবল বৃষ্টি হয়নি মুম্বইয়ে। কোথাও কোথাও হালকা বৃষ্টি এখনও চলছে তবে বৃহস্পতিবার সকালে রোদ ওঠায় অনেকটাই স্বস্তিতে সেখানকার মানুষজন। কয়েকটি রুটে চালু হয়েছে বাস পরিষেবা। এতদিন বার বার বিভিন্ন রকমের ভিডিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও মোনোরেল আটকে গিয়ে বিপত্তি তো কখনও জলের মধ্যে স্কুল বাস আটকে যাওয়া। সাধারণ মানুষকে রীতিমতো নাজেহাল করে তিন দিন পর বৃষ্টি থেমেছে মুম্বইয়ে। তবে বৃষ্টি পুরোপুরি এখনই থামছে না। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃষ্টি হলেও পরিস্থিতি আর এতটা জটিল হবে না। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে মুম্বইয়ের জনজীবন আবার স্বাভাবিক হয়ে যাবে।