গড়িয়ায় বৃদ্ধা খুনে গ্রেফতার আয়া ও তাঁর সঙ্গী

একদিনের মধ্যেই গ্রেফতার করা হল গড়িয়ার পঞ্চসায়ড়ের বাড়িতে খুন হওয়া বৃদ্ধার আয়া। শুক্রবার সকালে বাড়ির কাজের লোক বার বার ডাকা সত্ত্বেও দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে হাত, পা বাধা অবস্থায় উদ্ধার করে বৃদ্ধাকে। তার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। শরীরে একাধিক চোটের চিহ্নও দেখা গিয়েছে। এর পর অন্য ঘরের খাটের পাশে পাওয়া যায় বৃদ্ধার স্বামীকে। তবে তিনি অক্ষত ছিলেন। কিন্তু ঘটনার জেরে এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে এখনও তাঁর থেকে কিছু জানা যায়নি। মুম্বই থেকে দম্পতির ছেলে শহরে এসে পৌঁছেছে। মায়ের এমন ভয়ঙ্কর পরিণতিতে তিনিও বাকরুদ্ধ। চাইছেন সঠিক তদন্ত। স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘটনার আগে বাড়ির আয়া এক ব্যক্তির সঙ্গে ওই বাড়িতে ঢুকছে। তা দেখেই সন্দেহ তৈরি হয় এবং শুক্রবার সে কাজে না আসায় সেই সন্দেহ আরও দৃঢ় হয়, তার পরই তাদের গ্রেফতার করা হয়। মৃত বৃদ্ধার বয়স ৭৯, বৃদ্ধের বয়স ৮৩। তাদের মেয়ে থাকেন জার্মানিতে।