ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া এলাকা। সকাল সাড়ে ছ’টা নাগাদ নিজের বাইক নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন শিক্ষক নিরুপম পাল। সেই সময় বেলঘড়িয়ার নন্দননগর এলাকায় তিনি দেখতে পান রাস্তায় দাঁড়িয়ে সাতজন ছেলে ও একটি মেয়ে মদ্যপান করছে। সেই সময় তিনি তার প্রতিবাদ করেন। আর তার পরই সেই শিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়ে মদ্যপানরত ছেলে-মেয়েরা। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সবাই মিলে তাঁকে বেধরক মারছে। তার নেতৃত্বে এক মহিলা। দেখা যায়, যে যেরকমভাবে পারছে তাঁকে মারছে। শেষ পর্যন্ত স্থানীয়রা এসে তাঁকে রক্ষা করে। এর পর বেলঘড়িয়া থানায় অভিযোগ জানান সেই শিক্ষক এবং তিনি পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন এদের শাস্তি হয়। ইতিমধ্যেই সেই মহিলাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে, এত সাহস কোথা থেকে পায় এরা? যা জানা যাচ্ছে কেউই ওই এলাকার বাসিন্দা নয়।