মঙ্গলবার দুপুরে খড়দহের বিটি রোডে স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃত ব্যক্তির নাম বাবলু সাউ। আরো দু’জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাঁদের স্থানীয়রাই হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে। এদিন দুপুরে খড়দহের দিক থেকে টিটাগড়ের দিকে যাচ্ছিল বাসটি। টাটা গেটের সামনে সিগন্যাল বন্ধ থাকায় সাইকেল নিয়ে রাস্ত পাড় হচ্ছিলেন বাবলু। কিন্তু ঘাতক বাসতি দ্রুত গতিতে এসে সিগন্যাল ভেঙে ধাক্কা মারে বাবলুকে। বাসের চাকায় পিষ্ট হয়ে যান তিনি। এর পর স্থানীয়রা বাসটিকে ধরে ফেলে। বাস আটকেই বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। শেষ পর্যন্ত খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। পরে সেখানে পৌঁছয় ব্যারাকপুর কমিশনারেটের অফিসাররাও। দীর্ঘ সময় পর পুলিশের আশ্বাস পেয়ে বিক্ষোভ ওঠে। স্থানীয়দের দাবি, অত্যন্ত ব্যস্ত এই পথে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেই।