বৈষ্ণোদেবীর পথে ভূমিধসে আহত তীর্থযাত্রী

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার মাতা বৈষ্ণো দেবী মন্দির রুটে ভূমিধসে তিনজন ভক্ত আহত হয়েছেন। আহত তীর্থযাত্রীরা বর্তমানে সিএসসি কাটরায় চিকিৎসাধীন। আধকোয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে উদ্ধার অভিযান চলছে, যেখানে ভূমিধস হয়েছে।

(বিস্তারিত আসছে)