Asia Cup 2025-এর খেলা শুরু হয়ে যাবে বুধবার থেকেই। সংযুক্ত আরব আমিরশাহীতে তাদেরই বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এই ভারতীয় দল তৈরি তাদের সেরাটা দিতে। এদিন এশিয়া কাপের নিয়ম অনুযায়ী সব দলের অধিনায়কদের নিয়ে একটি যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সেখানে সব থেকে প্রশ্ন উড়ে আসে ভারত অধিনায়ক সুর্যকুমার ও পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার দিকেই। যেখানে সূর্যকুমারকে বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল। সাংবাদিকের প্রশ্ন ছিল, এশিয়া কাপে ভারতই ফেভারিট, তা নিয়ে তিনি কী ভাবছেন? তাতে সূর্যকুমারের উত্তর, ‘‘কিসনে বোলা? (কে বলল?)।
একই প্রশ্ন ছিল পাকিস্তান অধিনায়ক সলমনের কাছেও। তবে তিনি কিন্তু এ ব্যাপারে বেশ সিরিয়াস। তিনি বলেন, ‘‘টি২০ গতির খেলা, এখানে কেউ ফেভারিট নয়। সেদিন যে ভালো খেলবে জয় তার হবে।’’ তবে এদিন সাংবাদিক সম্মেলন শেষে কারও সঙ্গে হাত না মিলিয়েই মঞ্চ থেকে নেমে যান পাকিস্তানের অধিনায়ক। সূর্যকুমারকে দেখা যায় মঞ্চেই সবার সঙ্গে হাত মেলাতে। তবে পাকিস্তান অধিনায়ক মঞ্চের নিচে অপেক্ষা করছিলেন। সেখানেই হাত মেলান সূর্যকুমার ও সলমন।
দেখুন ভিডিও—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google