নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সম্পূর্ণ প্রভাব বাংলার না পরলেও একদম ছাড় নেই। পুজোর আগের এই রবিবারটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দুপুর থেকে আকাশ কালো করে আসার পাশাপাশি যেভাবে মেঘের গর্জন শুরু হল তাতে স্পষ্ট তা নিম্ন চাপেরই ফল। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যার ফলে কলকাতা ও দক্ষিণবঙ্গে বেশি প্রভাব পড়বে। রবিবার থেকে শুরু হয়ে এমন হালকা, মধ্যম বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। আপাতত যা খবর তাতে মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়া চলবে। যার প্রভাব দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে বর্ষা এখনও সক্রিয় রয়েছে। যার ফলে নিম্নচাপের প্রভাবও বেশি থাকবে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ায়ও থাকবে।