CFL 2025: ডায়মন্ড হারবারকে হারিয়ে চ্যাম্পিয়শিপের আরও কাছে ইস্টবেঙ্গল

CFL 2025ইস্টবেঙ্গলের দুই গোলদাতা। ছবি—ইস্টবেঙ্গল এফসি

কলকাতা ফুটবল লিগ ২০২৫ (CFL 2025)-এর প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে, East Bengal FC রবিবার বিকেলে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ডায়মন্ড হারবার এফসিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়শিপের অনেকটাই কাছে পৌঁছে গেল। রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের হয়ে গোল করেন ডেভিড লালহলানসাঙ্গা এবং জেসিন টিকে (২)।

গোলরক্ষক দেবজিৎ মজুমদার এবং সায়ান বন্দ্যোপাধ্যায় কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরে আসায় তাঁদের প্রথম দলে রেখেই ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচটি শুরু করে।


ম্যাচটি গতির সঙ্গেই শুরু করে ইস্টবেঙ্গল। যাঁর ফল ২৬ মিনিটে, ডেভিড লালহ্লানসাঙ্গা তাঁর পঞ্চম সিএফএল ২০২৫  গোলটি লিখে নেন নিজের নামের পাশে। প্রথমার্ধ এগিয়েই শেষ করে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামে ডায়মন্ড হারবার এফসি। ৭১ মিনিটে সাইরুয়াতকিমার গোলে সমতায় ফেরে তারা। তবে তার যথেষ্ট ছিল না। রেড অ্যান্ড গোল্ড আবার এগিয়ে যায় ৭৫ মিনিটে পরিবর্তন হিসেবে নামা জেসিন টিকের গোলে। সায়ানের গোলমুখি শট প্রতিপক্ষ গোলকিপার আটকে দিলেও তা তিনি নিজের দখলে রাখতে পারেননি। তাঁর গ্লাভস থেকে ছিটকে আসা বল সামনে এসে পড়ে জেসিনের, যিনি তার গোলে পাঠাতে কোনও ভুল করেননি।

খেলার শেষ মিনিটে, জেসিনের দূরপাল্লার শট সবাইকে চমকে দিয়ে চলে যায় গোলে। ১-৩ গোলে পিছিয়ে পড়া ডায়মন্ড হারবার সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি।

এই জয়টি রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডকে সিএফএল শিরোপার আরও কাছে নিয়ে গেল, ২২ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল মাঠে তাদের চূড়ান্ত চ্যাম্পিয়নশিপ রাউন্ড ম্যাচে ইউনাইটেড এসসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle