জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ, বিক্রান্ত, রানী

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত তাদের কাজের জন্য সম্মানিত করা হয়। শাহরুখ খান, রানী মুখোপাধ্যায় এবং বিক্রান্ত ম্যাসি অভিনয় বিভাগে তাদের প্রথম জাতীয় পুরস্কার পেলেন। শাহরুখ খান এবং বিক্রান্ত ম্যাসি যথাক্রমে ‘জওয়ান’ এবং ‘টুয়েলভথ ফেল’ ছবিতে তাদের দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরষ্কার ভাগ করে নিয়েছেন, এবং রানী মুখোপাধ্যায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে তাঁর শক্তিশালী অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। শাহরুখ, বিক্রান্ত এবং রানী ছাড়াও ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য মোহনলাল দাদাসাহেব ফালকে পুরষ্কার পেয়েছেন।