আলাদা রাজ্যের দাবিতে উত্তপ্ত লাদাখ

বুধবার লাদাখের লেহ শহরে বিক্ষোভকারী এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষে চারজন নিহত এবং অনেকের আহত হওয়ার খবর সামনে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে। লাদাখ রাজ্যের দাবিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে রীতিমতো সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়। যেখানে বিজেপির একটি অফিস এবং পুলিশের একটি গাড়িতে হামলা চালানোর পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালাতে হয়েছে বলে জানিয়েছে তারা। সম্প্রতি আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছে লাদাখের স্থানীয়রা। কিন্তু এতদিন আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলছিল। এদিন প্রথম হিংসা ছড়ায়। যা শুরু হয় শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসার পর। এর আগে, তারা তাদের রাজ্যের দাবিতে আজ অনশন কর্মসূচি পালন করে এবং সম্পূর্ণ বন্ধের ডাক দেয়।