যে দেশে মেয়েরা রীতিমতো গৃহবন্দি। রাস্তায় বেরলে নিজেকে লুকিয়ে রাখতে হয় বোরখার আড়ালে। সে দেশের মেয়েরাই নাকি খেলবে ফুটবল? হ্যাঁ, ফিফার তৎপড়তায় এমনটাই ঘটতে চলেছে এবার। ফিফা আয়োজিত মেয়েদের প্রদর্শনী একটি টুর্নামেন্টে খেলবেন সে দেশের মেয়েরা। আমি বলছি, আফগানিস্তানের কথা। দীর্ঘ যুদ্ধের পর ২০২১ সালে আফগানিস্তানের দখল নেয় তালিবানরা। আর তারা দেশের দায়িত্ব নিতেই মেয়েদের জীবন এক কথায় ঘরবন্দি হয়ে পড়ে। ফুটবল তো দুরঅস্ত। তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার আগে ২০১৮ সাল পর্যন্ত পেশাদার ফুটবলে অংশ নিয়েছে Afghanistan Women’s Football Team । আফগানিস্তান ফুটবল ফেডারেশনের সঙ্গে সেই সময় ২৫জন মহিলা ফুটবলার চুক্তিবদ্ধ ছিলেন। তার পর তো সবটাই ইতিহাস।
তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর দেশ ছেড়েছেন প্রচুর মানুষ। তারা বিভিন্ন দেশে উদ্বাস্তু হিসেবে জীবন কাটাচ্ছে। সেখান থেকেই বাছাই করে তৈরি হয়েছে আফগানিস্তান মহিলা উদ্বাস্তু ফুটবল দল। আর তারাই দুবাইতে নামবে প্রতিযোগিতার আসরে। বিশ্ব ফুটবলে এটি একটি বড় নজির তৈরি করতে চলেছে ফিফা। আফগানিস্তান মহিলা ফুটবলকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ প্রশংসনীয়। যদিও আফগানিস্তান পুরুষ ফুটবল দলই হোক বা ক্রিকেট দল, রীতিমতো বিশ্ব মঞ্চে এখনও বড় নাম। তবে এই দুই দলের কেউই সে দেশে থাকেন না। তাঁরা বিদেশের বিভিন্ন জায়গায় থাকেন।
ফিফা বুধবার জানিয়েছে, আফগানিস্তানের জাতীয় মহিলা ফুটবল দলের শরণার্থী খেলোয়াড়রা আগামী মাসে দুবাইতে চার দলের একটি টুর্নামেন্টে প্রথম আনুষ্ঠানিকভাবে অংশ নিতে চলেছে। ফিফা-সমর্থিত এই দল, যারা এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে পারেনি তারা ২৩-২৯ অক্টোবরের ইভেন্টে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহী, চাদ এবং লিবিয়ার মুখোমুখি হবে। ২০১৮ সাল থেকে আফগানিস্তান কোনও আনুষ্ঠানিক মহিলা প্রতিযোগিতামূলক খেলা খেলেনি এবং ২০২১ সালে তালিবান শাসন ক্ষমতায় আসার পর থেকে সেখানে মেয়েদের খেলা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফিফার আইন অনুসারে বৈষম্য এড়াতে আফগান ফুটবল ফেডারেশনের বাধ্যবাধকতা রয়েছে, যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে এটি স্থগিত করা হয়নি।
এই টুর্নামেন্ট “সকল মহিলা ও মেয়েদের খেলার, তাদের ফুটবল স্বপ্ন পূরণ করার এবং খেলার মাধ্যমে উন্নতি করার অধিকার প্রচার ও সুরক্ষার জন্য ফিফার প্রচেষ্টাকে শক্তিশালী করে,” বিশ্ব ফুটবল সংস্থা জানিয়েছে।
চাদ এবং লিবিয়ার মহিলা দলগুলির এখনও ফিফা র্যাঙ্কিং নেই এবং সংযুক্ত আরব আমিরশাহী ১১৭ নম্বরে রয়েছে।
ফিফা জানিয়েছে যে রাউন্ড-রবিন টুর্নামেন্টের সমস্ত খেলা তাদের নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google