শ্রেয়া ঘোষালের গানে শুরু হয়ে গেল আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women’s World Cup 2025)। গুয়াহাটিতে জমকালো অনুষ্ঠানের অনেকটা জুড়েই থাকলেন সদ্য প্রয়াত গায়ক জুবিন গর্গ। তাঁর গান গেয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন শ্রেয়াও। গ্যালারির চোখে তখন জল। লালপাড় সাদা শাড়িতে যেন ভারতের প্রতিনিধিত্ব করছিলেন শ্রেয়া। ‘জন গন মন’র সুরে ঢাকে কাঠি পড়ে গেল মেয়েদের বিশ্বকাপের। প্রথম ম্যাচেই গুয়াহাটিতে মুখোমুখি হয়েছিল দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। তবে ১০ ওভার খেলার পরই বৃষ্টি এসে বাধ সাধে খেলায়। তার পর যখন খেলা শুরু করা সম্ভব হয় ততক্ষণে তিন ওভার কমানোর পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। ৪৭ ওভারে ভারত থামে ২৬৯-৮-এ। জবাবে ব্যাট করতে নেমে ২১১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ডিএলএস মেথডে ৫৯ রানে জিতে বিশ্বকাপ যাত্রা শুরু করে দিল ভারতের মেয়েরা।
ভারতের ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি। কিছুদিন আগেই যাঁর ব্যাটে জোড়া সেঞ্চুরি এসেছিল সেই স্মৃতি মন্ধনা এদিন শুরুতেই আউট হয়ে যান। ওপেন করতে নেমে মাত্র ৮ রানই করেন তিনি। আর এক ওপেনার প্রতীকা রাওয়াল ৩৭ রানের ইনিংস খেলেন। তিন নম্বরে নেমে হার্লিন দেওয়ল ৪৮ রান করে দলকে ভরসা দেন। তবে এদিনে ম্যাচ ছিল ভারতের মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের। হরমনপ্রীত কৌর ২১ ও জেমিমা রডরিগেজ ০ রানে ফেরার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন দীপ্তি শর্মা। ২ রানে রিচা ঘোষ আউট হওয়ার পর অমনজ্যোত কৌর দীপ্তির সঙ্গে শেষ লড়াইটা দেন। ১২৪-৬ থেকে ভারতের রানকে ২২৭-এ নিয়ে যান এই দুই ব্যাটার।
দীপ্তি ৫৩ বলে ৫৩ রান ও অমনজ্যোত ৫৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেন। শেষ বেলায় ভারতের রানে ২৮ রান যোগ করে অপরাজিত থাকেন স্নেহ রানা। ৪৭ ওভারে ভারত থামে ২৬৯-৮-এ। বিশ্বকাপের মঞ্চে ২৭৯ রানের লক্ষ্য নেহাৎই কম নয়। শ্রীলঙ্কার হয়ে চার উইকেট নেন ইনোকা রানাবেরা। দুই উইকেট উদেশিকা প্রাবোধানির। একটি করে উইকেট নেন অচিনি কুলাসুরিয়া ও চামারি আথাপাত্তু। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। তবে ভারতীয় বোলাররা তাদের লক্ষ্যে পৌঁছানো কঠিন করে দেয়।
শ্রীলঙ্কার দুই ওপেনার হাসিনি পেরেরা ২ ও চামারি আথাপাত্তু ৪৩ রান করে আউট হয়ে যান। এর পর হর্ষিতা ২৯, ভিস্মি ১১, কাভিশা ১৫, নিলাক্ষীকা ৩৫, অনুষ্কা ৬, সুগন্ধিকা ১০, আচিনি ১৭ ও ইনোকা ৩ রান করে আউট হন। ১৪ রানে অপরাজিত তাকেন উদেশিকা। ৪৫.৪ ওভারে ২১১ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে তিন উইকেট নেন দীপ্তি শর্মা। দুটো করে উইকেট নেন স্নেহ রানা ও শ্রী চারানি। একটি করে উইকেট নেন ক্রান্তি গৌড়, প্রতিকা রাওয়াল ও অমনজ্যোত কৌর।
ছবি—বিসিসিআই এক্স
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর