Rohit Sharma-র পরিবর্তে শুভমান গিলকে টিম ইন্ডিয়ার নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করে দিল নির্বাচক কমিটি। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা হল। যেখানে শ্রেয়স আইয়ারকে একদিনের দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা জাতীয় দলে ফিরছেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল রোহিতকে অধিনায়ক রেখেই একদিনের দল নির্বাচন করা হবে। তবে তেমনটা হল না। নতুন অধিনায়কেই আস্থা রাখলেন নির্বাচকরা। ওয়ানডে সিরিজের জন্য যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং যশস্বী জয়সওয়ালের দলে প্রত্যাবর্তন হয়েছে। টি২০ সিরিজে সূর্যকুমার যাদবকে অধিনায়ক রেখেই দল ঘোষণা হয়েছে। এশিয়া কাপে দুরন্ত সাফল্যের পর পরিবর্তনের কোনও অবকাশই ছিল না। এবং এশিয়া কাপের মতোই গিলকে সহ-অধিনায়ক রাখা হয়েছে। আহত হার্দিক পাণ্ড্যে বাদ পড়ায় টি-টোয়েন্টি দলে নীতীশ কুমার রেড্ডি জায়গা করে নিয়েছেন।
এই সিদ্ধান্তের অর্থ হল রোহিত আর কোনও নেতৃত্বের ভূমিকায় থাকবে না এবং ভবিষ্যতে রোহিত এবং বিরাটের নির্বাচন সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতেই করা হবে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য এই সিদ্ধান্ত তাঁর ভবিষ্যতের উপর কী প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন উঠলেও, বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর এই বিষয়ে কোনও সুনির্দিষ্ট আপডেট দেননি। তবে এটা থেকে পরিষ্কার রোহিত, বিরাটের সময় ভারতীয় ক্রিকেটে শেষ হয়ে এসেছে। তাঁরা আগেই টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। শুধু ওডিআই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল (সহঅধিনায়ক), তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেট কিপার), বরুণ চক্রবর্থী, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের ওডিআই দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহঅধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেট কিপার), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর